ম্যাকিয়াভেলীবাদঃ নিকোলো ম্যাকিয়াভেলী ১৪৬৯ সালে ইটালির ফ্লোরেন্স শহরে একটি উচ্চ বংশে জন্মগ্রহণ করেন। তার বাবা আইন ব্যবসা করতেন। তিনি অধ্যয়ন শেষে বৈদেশিক সম্পর্ক বিভাগে গুরুত্বপূর্ণ পদে চাকুরী করেন এবং রাষ্ট্র বিষয়ে গভীর জ্ঞান অর্জন করেন। ম্যাকিয়াভেলীর রাষ্ট্র দর্শন ছিল বস্তুবাদী। তিনি দুটি বই 'দি প্রিন্স' ও 'ডিসকোর্সের' মধ্যে তার রাষ্ট্রদর্শন তুলে ধরেন। তিনি মনে করতেন শাসককে সব সময় লাক্ষ্য রাখতে হবে যে, নিষ্ঠুরতা, চাতুরতা বা প্রতারণা যেভাবেই হোক না কেন, মানুষের মনে ভীতির সঞ্চার করতে হবে। ম্যাকিয়াভেলী তার শাসককে ভালোবাসা, প্রেম-প্রীতি, দয়া-দাক্ষিণ্য সবকিছু জলাঞ্জলি দিয়ে প্রতারনা, কপটতা ও নিষ্ঠুরতার মাধ্যমকে গ্রহন করতে বলেছেন। এজন্য ম্যাকিয়াভেলীবাদ/ম্যাকিয়াভেলীয়ান-কে আধুনিক রাষ্ট্রচিন্তার ইতিহাসের 'জনক' বলা হয়।