শেষ অঙ্কের ৫ গুন যদি সংখ্যাটির বাকি অংশ থেকে বিয়োগ করা হয় তাহলে তা ১৭ দার বিভাজ্য হবে।
শেষ দুটি অঙ্ক দ্বারা গঠিত নতুন সংখ্যা বাকি অংশ দ্বারা গঠিত সংখ্যার ২ গুন হতে বিয়োগ করলে বিয়োগফল ১৭ দ্বারা বিভাজ্য হবে।
শেষ অঙ্কের ৯ গুন এর সাথে বাকি অংশের ৫ গুন যোগ করতে হবে যোগফল এর শেষ এ যদি শুন্য থাকে তাহুলে তা বাদ দিয়ে নতুন সংখ্যাটি ১৭ দ্বারা বিভাজ্য হবে।যেমনঃ ৯৩৫ ; ৫*৯+৯৩*৫=৫১০ এখানে শেষ এর শুন্য বাদে হিসাব করতে হবে। ৫১ ,১৭ দ্বারা বিভাজ্য।