আনোয়ারুদ্দিন চৌধুরী একজন ভারতীয় প্রকৃতিবিদ এবং ভারত-এর উত্তর-পূর্বাঞ্চলের প্রাণী বিশেষজ্ঞ।[১]তিনি একজন পক্ষীবিদ, স্তন্যপায়ীবিদ, সেবা প্রধান, ফটোগ্রাফার এবং লেখক। তিনি ভারতের উত্তর পূর্বাঞ্চলের বন্যপ্রাণী সমূহের অধ্যয়ন করার জন্য বিখ্যাত। তিনি উত্তর পূর্ব ভারতের রাইন ফাউণ্ডেশনের সম্মানীয় মুখ্য কার্যবাহী প্রধান। তিনি আসামের লখিমপুর জেলা এবং বাক্সা জেলার উপায়ুক্ত এবং আসাম সরকার-এর সচিব হিসাবেও কার্যনির্বাহ করেছিলেন। বর্তমানে তিনি বরাক উপত্যকা সংমণ্ডলের ডিভিশনাল কমিশনার। তিনি উত্তর-পূর্বাঞ্চলের পক্ষীকুলের ওপর গবেষণা করে প্রথমবারের জন্য আসাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মিজোরাম এবং মেঘালয়-এর পক্ষীর বিষয়ে গ্রন্থ রচনা করেছিলেন। তাঁকে আসামের পক্ষী মানব বলে অভিহিত করা হয়। তাঁর গবেষণা এবং অধ্যয়নে উত্তর পূর্বাঞ্চলের প্রাণীসমূহের সংরক্ষণ এবং সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হয়েছে। তিনি বর্তমান পর্যন্ত ২৬ টি গ্রন্থ রচনা করেছেন এবং তাঁর ৬৮৬ টা প্রবন্ধ এবং গবেষণা পত্র প্রকাশিত হয়েছে।