রাতেই নিয়ত করা আবশ্যক নয়, করে ফেললে ভালো। নিয়ত করার বিষয়টি মনে না থাকলে সকালে যখন মনে হবে, তখনই নিয়ত করে নিলেও তা হয়ে যাবে। তবে সেহরির সময় পার হয়ে যাওয়ার পর কোনও কিছু পানাহার করলে বা রোজা ভঙ্গের কোনও কারণ ঘটে যাওয়ার পর নিয়ত করলে তা আদায় হবে না। (সূত্র: বেহেশতি জেওর, খ- ৩, পৃষ্ঠা ৩)