আমি যদি বলি ১০০০বছর পর আসবে, ক্লিয়ার্লি আমি একজন কাফির হয়ে যাব। যদি অস্বীকার করি তবে কাফিরতো হবই, নাস্তিকও হয়ে যেতে পারি। ভবিষ্যতবাণী করার পর যদি বাই চান্স কথার সাথে কথা মিলে গেলে সবাই বলবে আমি থেইস্টিক বা আস্তিক শয়তানবাদী। নাস্তিক বা অ্যাথিস্টিক (অটিস্টিক) শয়তানবাদীও বলতে পারে। অথচ আমি আল্লাহকে বিশ্বাস করি। তাই আমি বলতে পারব না (এবং বলবও না) কবে কিয়ামত হবে (ভবিষ্যৎবাণীও করবো না)। ধারণাও না। আল্লাহ তাআলাই ভালো জানেন।