এজমা ছোয়াছে রোগ না বা এটি একজনের শরীরের রক্ত দ্বারা অন্য জনের শরীরের হবে না। মায়ের সমস্যা থাকলে বাচ্চা তার বুকের দুধ খেয়েও ঐ বাচ্চার এজমা হবে না। সেক্ষেত্রে আপনি যাকে রক্তদান করছেন তার কোন সমস্যা হওয়ার সম্ভাবনা নাই যদি আপনার রক্ত সম্পূর্ন নিরাপদ থাকে তবেই। ধন্যবাদ।