পেনশন সাধারণত সরকারি চাকরিজীবী বা বিধিবদ্ধ সরকারি প্রতিষ্ঠান কর্মরত চাকরিজীবীরা পেয়ে থাকেন। পেনশন দুধরনের হয়ে থাকে। একটি স্ব-পেনশন অন্যটি পারিবারিক পেনশন।পেনশন পেতে হলে চাকুরিকাল অর্থাৎ আপনার জন্ম তারিখ অনুসারে আপনার বয়স ৫৯ হতে হবে। অন্য দিকে ২৫ বছর অতিবাহিত হওয়ার পর স্বেচ্ছায় অবসরে যাওয়া যায়। ফলে আপনার ২৫ বছর পর চাকুরি ছেড়ে দিলে পেনশন প্রাপ্য হবেন।