গাণিতিক আরোহ বিধি হলো স্বাভাবিক সংখ্যা সম্পর্কে কোন উপপাদ্য প্রমাণ করার একটি পদ্ধতি। যদি দেখানো যায় যে কোন উপপাদ্য {\displaystyle P(n)} এর জন্য (যেখানে {\displaystyle n} কোন স্বাভাবিক সংখ্যা এবং {\displaystyle P} কোন উপপাদ্য ({\displaystyle n} সম্পর্কে)) সত্য এবং যদি সত্য হয় তবে সত্য তবে সব স্বাভাবিক সংখ্যার জন্যই সত্য (যেহেতু স্বাভাবিক সংখ্যাগুলো কেবলমাত্র এইভাবে গঠন করা যায়)।