নাঙ্গা পর্বত পৃথিবীতে নবম এবং পাকিস্তানে ২য় উচ্চতম পর্বত। নাঙ্গা পর্বত মানে " উলঙ্গ পর্বত "। আট-হাজারী পর্বতসমূহের মধ্যে এটি সবচেয়ে পশ্চিমে অবস্থিত।এর সর্বোচ্চ উচ্চতা ৮১২৬ মিটার (২৬,৬৫৮ ফুট)। জুলাই ৩,১৯৫৩ সালে সর্বপ্রথম একদল অস্ট্রিয়ান ও জার্মান অভিযাত্রী এর শীর্ষে আরোহণ করেন। পর্বতারোহীদের নিকট নাঙ্গা পর্বতে আরোহণ অত্যন্ত কঠিন। বিংশ শতকের প্রথম ও মধ্যবর্তী সময়ে এই পর্বত আরোহণ করতে গিয়ে অসংখ্য পর্বতারোহীর মৃত্যু ঘটে। ফলে নাঙ্গা পর্বত 'কিলার মাউন্টেইন' নামে পরিচিতি লাভ করে।