এই প্রশ্নের উত্তর আমি দুটি আলাদা দৃষ্টিভঙ্গি থেকে দিতে চাই- মুসলিমদের দৃষ্টিভঙ্গিঃ যিশুখ্রিস্ট ইসলামের একজন নবী ছিলেন। তিনি খ্রিস্ট ধর্ম নামে কোন ধর্ম প্রবর্তন করেননি। তার শিষ্যদের একটি অংশ তার নামে ধর্ম প্রচার করেছে এবং খ্রিস্ট ধর্মের প্রবর্তন করেছে। অন্যান্য ইহুদি নবী যেমনঃ মূসা, ইসহাক, দাউদ, সোলায়মান ইত্যাদি নবীর মতো যিশু বা, ঈসা(আঃ) ছিলেন একজন ইহুদি নবী। পল হচ্ছে খ্রিস্ট ধর্মের প্রবর্তক। খ্রিস্টানদের দৃষ্টিভঙ্গিঃ যিশু বা, ইয়েশুয়া বা, জেসুস বা, জিসাস যে শিক্ষা প্রচার করেছিলেন সেটাই পিটার এবং পল সবার মাঝে ছড়িয়ে দিতে সাহায্য করেছে। যিশুর জীবন, শিক্ষা, পুনরুত্থান এগুলো ঘিরেই খ্রিস্ট ধর্ম। এই ব্যাপারে কারো দ্বিমত নেই যে, খ্রিস্ট ধর্মের কেন্দ্রীয় চরিত্র যিশু নিজেই। তাকেই এই ধর্মের প্রবর্তক হিসেবে ধরে নেয়া হয়। তথ্যসূত্রঃ খ্রিস্ট ধর্ম