পর্বত বলতে আমরা ভূ-পৃষ্ঠের এমন একটি অবস্থানকে বুঝি যার উচ্চতা অধিক এবং যা খাড়া ঢাল বিশিষ্ট। পর্বত সাধারণতঃ কমপক্ষে ৬০০ মিটার বা ২০০০ ফুট উচ্চতা বিশিষ্ট হয়।
মাউন্ট এভারেস্ট সহ হিমালয় পর্বতমালা।
সৃষ্টির কারণঃ
ভূ-অভ্যান্তরের টেকনিকেল প্লেট এর সংঘর্ষের কারনে, ভূমিকম্পের সৃষ্টি হয়, এর কারনে নিচের মাটি গুলোর উত্থান হয়, বহুবছর ধরে এগুলো পরবর্তীতে পর্বতে পরিণত হয়।