1970 সালে পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় ও প্রাদেশিক পরিষদে বিজয় লাভ করে। নিয়মানুযায়ী সংখ্যাগরিষ্ঠ দলকে সরকার গঠনের সুযোগ দেওয়া হয়। কিন্তু বিজয়ী আওয়ামী লীগকে ক্ষমতা হস্তান্তর না করে পাকিস্তান সামরিক জান্তা শুরু করে ষড়যন্ত্র। জাতীয় পরিষদের অধিবেশন বারবার স্থগিত ঘোষণা করলেন আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালের মার্চের শুরুতে অসহযোগ আন্দোলনের ডাক দেন.