ডিসি কমিক্স এর ভক্তরা বাদে জোকার চরিত্রটি খুব একটা জনপ্রিয় না। তবে ডার্ক নাইট (২০০৮) সিনেমার জোকার অন্যান্য জোকার চরিত্রগুলোর চাইতে বেশি আলোচিত। প্রথমত এর কারণ হিথ লেজার এর অনবদ্য অভিনয়। আর দ্বিতীয় কারণ হিথ লেজারের অসময়ে মারা যাওয়া। ডার্ক নাইট সিনেমার শুটিং শেষ হবার মাসখানেক পরে সিনেমা রিলিজ হবার আগেই হিথ লেজার মারা যান। এটা আমার দেখা সবচাইতে ইন্টারেস্টিং একটা প্যারাডক্স (paradox)। ডাক্তারের দেয়া ঔষধের ভুল সমন্বয়ের কারণে তার পার্শ্বপ্রতিক্রিয়ায় মারা যান তিনি। শবপরীক্ষক (coroner) তাঁর মৃত্যুকে দুর্ঘটনা বলে রায় দিয়েছেন। অর্থাৎ একটি ভুলের কারণে নিজের করে যাওয়া সিনেমাটাই দেখে যেতে পারেন নি তিনি। এখন এ সিনেমায় হিথ লেজারের যে অভিনয় সেটা সত্যিই এত আলোচিত হত যদি উনি মারা না যেতেন? ভিলেন চরিত্রে কত অভিনেতাই তো অনবদ্য অভিনয় করেন, যেমন ধরুন হ্যানিবাল লেক্টার এর চরিত্রে অভিনয় করা এন্থনি হপকিন্স। কিন্তু দিনশেষে তাদের অভিনয়টা ভাল অভিনয়ই রয়ে গেছে। কিন্তু হিথ লেজারের জোকার চরিত্রটি তাঁর মৃত্যুর কারণে অন্য মাত্রায় চলে গিয়েছে। হিথ লেজার সিনেমাটি নিজে দেখার আগেই মারা গিয়েছেন সেজন্য মানুষ সিনেমাটি বেশি দেখেছে, সিনেমাটি ব্যবসাসফল হয়েছে এবং সেটি তুলনামূলকভাবে বেশি আলোচিত হয়েছে। ভেবে দেখুনতো উনি যদিন মারা না যেতেন, সিনেমাটি কি এত ব্যবসাসফল হতো? হতে পারে এটি আর দশজন ভাল অভিনেতার অভিনয়ের মতই আরেকটা ভাল অভিনয় হিসেবে রয়ে যেত। আর জোকার চরিত্র থেকে শিক্ষণীয় কিচ্ছু নাই। একটা চরিত্র যার কাজ হচ্ছে ছ্যাকা খেয়েছে বলে মানুষ মারা তার কাছ থেকে শিক্ষণীয় কি থাকতে পারে? একটা কিছু জনপ্রিয় হলেই এতে শিক্ষণীয় কিছু থাকবে এমনটি ভাবা ভুল। ডিসি কমিক্স একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান। ডিসি কমিক্সের ভক্তরা যতদিন জোকার চরিত্র নিয়ে করা সিনেমা বা সিরিজ দেখবে, ততদিন তারাও সিনেমা আর সিরিজ বানিয়ে যাবে। শিক্ষণীয় কিছু থাকুক আর না থাকুক। তাদের লক্ষ চরিত্রগুলো থেকে পয়সা উপার্জন করা। এইটুকুই। কমও না, বেশিও না।
‡|রেফারেন্স|‡