কেউ যদি তার নিজ পেশা ছেড়ে মানব সেবায় / ধর্ম সেবায় নিয়জিত হয়, তখন সে অর্থনীতিক ভাবে অসচ্ছল এবং দুর্বল হয়ে পড়ে। অপরপক্ষে যে নিজের পেশা ছেড়ে দিয়া মানব সেবায় / ধর্ম সেবায় নিয়জিত হওয়ার পড়েও অর্থনৈতিক ভাবে সমৃদ্ধশালী হইতে থাকে, বুঝে নিবেন সে সেবা ব্যবসায়ী বা ধর্ম ব্যবসায়ী।
আমার কোরআন শিক্ষা হল
বলেছেন, কোরআন...
১। সন্দেহাতীত/ No Doubt (২:২)
২। মানুষের জন্য হেদায়েত/ Guidance for mankind (২:২, ১৮৫)
৩। হেদায়েতের সুষ্পষ্ট প্রমান / Clear proof for guidance (২:১৮৫)
৪। দ্বীন পরিপুর্ন /Complete code of life (৫:৩)
৫। সত্য এবং মিথ্যা এর মধ্যে পাথর্ক্য নির্ণয়কারী/ Criterion (২:১৮৫, ২৫:১)
৬। সুস্পষ্ট এবং ব্যখ্যাকারী/ Clear/ clarifying /explaining (১৫:১, ৩৬:৬৯, ১২:১, ২৬:২, ২৭:১, ২৮:২, ৪৩:২, ৪৪:২, ১৬:৮৯)
৭। সবধরনের উদাহরণ দেওয়া/ provides every kind of examples (১৭:৮৯, ৩৯:২৭)
৮। সুম্পুর্ন বিস্তারিত / Fully/Distinctly Detailed (৬:১১৪, ৭:৫২, ১১:১, ৪১:৩)
যেহেতু কোরআন সত্য এবং মিথ্যা এর মধ্যে পাথর্ক্য নির্ণয়কারী,
“কোরআনে যা কিছু বলা হয়নি তা আমাদের ধর্ম/দ্বীন এর ব্যপারে গুরুত্তপুর্ন নয় এবং যা কিছু কোরআনের সাথে সাঙ্গর্সিক তা অবশ্যয় বর্জনীয়। (পয়েন্ট ৪ এবং ৫)”
জাকির নায়েক - আপনি যদি সব কিছু জানেন এবং তার উলটা করেন তবে আপনাকে ভন্ড বলতেই হবে। জাকির নায়েক -বিশ্বাস করে নবি পেডফাইল, জাকির নায়েক বিশ্বাস করে রজম আল্লাহর দেয়া শাস্তি, জাকির নায়েক বিশ্বাস করে -মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড অথচ জাকির নায়েক কোরআন জানে না তা নয়।
আশাকরি বুঝতে পেরেছেন। আর না পারলে নাই।