নিয়মিত মিন্সের ক্ষেত্রে মিন্সের দিন থেকে পরবর্তী ৭ দিন মিলনে প্রেগন্যান্সি সম্ভাবনা নাই বা কম তাছাড়া মিন্স চলাকালীন মিলনে নানান সমস্যা সম্মুখীন হয়ে থাকে।তাই মিন্স চলাকালীন মিলন করবেন না।
তাই মিন্সে দিন থেকে আগের ৭ দিন মিলন করবেন বা মিলনে কনডম নিবেন কেনো না কনডম বিহীন মিলন নিরাপদ নহে।
ধন্যবাদ।