ইচ্ছা শক্তি বাড়ানোর জন্যে আপনাকে নিজে নিজে আগ্রহী করে তুলতে হবে। যে বিষয়ে কাজ করতে চাচ্ছেন সে বিষয়ে যদি আপনি অদক্ষ থেকে থাকেন তবে তা শিখে নিতে চেষ্টা করুন, কষ্ট হলেও হাল ছাড়বেন না। এতে আপনার আশেপাশে যারা সফল ব্যাক্তি তাদের ফলো করুন। বিভিন্ন গল্প যেগুলো নিজের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করে সেগুলো পড়ুন। নিজের বদ অভ্যাগ গুলো যেমন দেরি করে ঘুমানো, ঘুম থেকে দেরি করে ওঠা, শারীরিক ব্যায়াম না করা, সোশ্যাল মিডিয়াতে বেশি সময় দেয়া ইত্যাদি ত্যাগ করুন। মোটিভেশনাল বিভিন্ন বক্তব্য শুনুন এবং নিজেকে পাল্টান। আশা করি বুঝতে পেরেছেন।