আপনার মাতা শুরুতেই ভুল করেছেন টাকা প্রদান করে। এখন আফসোস করে কি কোনো লাভ হবে..? অবশ্যই না। আপনার মা টাকা দিয়েছেন তার কোনো প্রমাণ যদি থাকে তাহলে আপনি স্কুলটির প্রশাসকের সাথে কথা বলতে পারেন। তবে এক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন না হয়তো। সামান্য ক'টা টাকার জন্য বিবাদে না জড়ানোই ভাল। ভবিষ্যতে এটি নিয়ে সচেতন থাকবেন আপু। ইদানীং ভর্তি বাণিজ্য, চাকুরী দেবার নাম করে টাকা নিয়ে মেরে খাওয়া এসব অহরহ হচ্ছে,নেই কোনো নিয়ম নেই কোনো আইন।এসব সামাজিক ব্যাধি তে দাড়িয়েছে। এসব সহ্য করা ছাড়া আসোলেই কিছু করার নেই। আপনার মাকে দোষ দিয়ে লাভ নেই। তার মত অনেকেই সরল মোনে এসব মানুষকে বিশ্বাস করে ঠকে যাচ্ছে। কাজেই ব্যাপারটি নরমাল ভাবে নিন এবং পরবর্তিতে সতর্ক হোন।