প্রথমেই আপনার যা করণীয় তা হলো নিজেকে দুঃশ্চিন্তা মুক্ত করা। কারণ এর দ্বারাও অনেক সময় মানুষ তার লক্ষ্য থেকে দূরে সরে যায়। মনে রাখবেন চিন্তা আর দুঃশ্চিন্তা এক জিনিস নয়। সফলতা পেতে হলে আপনাকে যেমন লক্ষ্য নির্ধারণ করতে হবে তেমনি এই লক্ষ্যে পৌঁছানোর জন্যও আপনাকে ধ্যর্য ধরে রাখতে হবে। এজন্য আপনাকে নিজের কাজকে ভালো বাসতে হবে। আনন্দ খুঁজে নিতে হবে সেই কাজের মধ্যে। আপনি 'শিব খেরা'র লেখা "তুমিও জিতবে" বইটি পড়তে পারেন। অনেক কিছু শিখতে পারবেন।