আমি একজন একাদশ শ্রেণীর শিক্ষার্থী। আমি অনেকটা চাপা স্বভাবের। সবার সাথে মিশতে পারি না। যার কারণে বন্ধু বলতে তেমন কেউ নেই শুধু স্কুল লাইফের ২-৩ জন বন্ধু ছাড়া। আব্বু আম্মু দুজনই চাকুরীজীবী। যার কারণে, ছোট থেকেই অধিকাংশ সময় আমি একা কাটয়েছি। বাইরে খুব একটা যেতাম না কখনই, এখনও যাইনা প্রয়োজন ছাড়া। আমার জগত বলতে পড়াশোনা আর ফেসবুকিং। আমি কলেজে উঠেছি ঠিকই কিন্তু আমার বন্ধু সংখ্যা খুব কম। যেখানে অন্যরা ২-১ দিনেই অনেক বন্ধু বানিয়ে ফেলে সেখানে আমার বন্ধু সংখ্যা শূণ্য। এছাড়াও, আমি মানুষের সাথে খুব কম মিশেছি। যার কারণে সামাজিক সম্পর্কটাও আমার বেশি একটা ভালো না।
এখন নিজেকে একাকীত্ব থেকে বাইরে আনতে চাই। আমাকে কি করতে হবে?