যুক্তফ্রন্টের অন্তর্ভুক্ত দল ছিল ৪টি।যথাঃ ১.কৃষক শ্রমিক পার্টি , শেরে বাংলা এ কে ফজলুল হকের নেতৃত্বে এটি গঠিত হয়।এটি ছিল গণতান্ত্রিক দল। ২. আওয়ামী মুসলিম লীগ, মাওলানা আবদুল হামিদ খান ভাসানী ও হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্বে এটি গঠিত হয়। এটি ছিল একটি মধ্যপন্থি দল। ৩. নেজাম ই ইসলামি, মাওলানা আতাহার আলী এ দলে নেতৃত্বে ছিলেন। এটি ১৯৫৩ সালে গঠিত হয়। এটি ছিল ইসলামি দল। ৪. গণতন্ত্রী দল, হাজী মোহাম্মদ দানেশের নেতৃত্বে ১৯৫৩ সালে বামপন্থি তরুণরা এটি গঠন করে।এটি ছিল একটি বামপন্থি দল।