ভালো জাভা বাটন ফোন নিতে চাইলে আপনি Symphony T150 কিনতে পারেন। আমিও এটাই ব্যবহার করি। মেটাল বডি হওয়াতে বেশ টেকসই ও মজবুত। পুরুত্বও কম, তাই স্টাইলিশ। তাছাড়া এই ফোনটিতে কম দামে ২ মেগাপিক্সেলের ভালো কোয়ালিটি ব্যাক ক্যামেরা পাবেন। এই মোবাইলটির সাউন্ড বেশ চমকপ্রদ।