আপনি যে সিম দুটি বন্ধ রাখবেন,তা ফোন এ নিসার্ট করুন। এরপর, আপনি Call Setting অপশন এ যাবেন। সেখানে Advance নামে একটি অপশন পাবেন। তারপর Call Forwarding অপশনে যাবেন। অতঃপর Always Forward এ যাবেন এবং যে নাম্বারটি চালু রাখবেন,সেই নাম্বারটি দিয়ে Sabmit করবেন।