এটি একটি চাইনিজ রান্না। পরিমাণ মত জলপাই সেদ্ধ করে নিন। তারপর গরম জলের মধ্যে সামান্য ক্যেওড়া,সামান্য গোলাপজল, স্বাদমত লবণ,চিনি এবং কয়েকটি কাজুবাদাম দিন। কিছুক্ষণ মিশ্রণ টি নাড়ুন। এরপরে নারিকেলকোরা এবং সামান্য লংকা গুড়ো দিন। মিশ্রণ ঘণ হয়ে আসলে চুলা থেকে নামিয়ে পরিবেশন করুন।