মোঃজনি হোসেন একজন বাংলাদেশী সমাজকর্মী, উদ্যোক্তা এবং ফটোগ্রাফার। তিনি বাংলাদেশ স্কাউটস ঢাকা জেলার রোভার অঞ্চল এর রোভার স্কাউট এবং স্কাউট ইউনিট ঈগলস ওপেন স্কাউট গ্রুপ সদস্য এবং একটি স্বেচ্ছাসেবী সংস্থার ক্লিন ঢাকার লজিস্টিক সদস্য। মোঃ জনি হোসেন ৪ই জুলাই, ২০০৩ কুমিল্লা জেলা -এ জন্মগ্রহণ করেন। তিনি রোভার স্কাউট, স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিষ্ঠাতা এবং সেইভ ফিউচার বাংলাদেশের এর একজন জলবায়ু কর্মী । তিনি বিভিন্ন সামাজিক সেচ্ছাসেবী সংগঠন কর্মকান্ডে সাথে সক্রিয় আছেন এবং এই উদ্যোগগুলিতে অত্যন্ত সফল হয়েছেন।
তিনি যেসব সংগঠন সাথে যুক্ত আছেন
সেইভ ফিউচার বাংলাদেশ, বিডি ক্লিন, ঈগলস ওপেন স্কাউট গ্রুপ,রক্তসংঘ ফাউন্ডেশন, উইকিপিডিয়া সম্পাদনা অবদান রাখার চেষ্টা করেন।