হাইড্রোক্লোরিক অ্যাসিড এক প্রকার অম্ল যার রাসায়নিক সংকেত HCl। বস্তুত এটি পানিতে হাইড্রোজেন ক্লোরাইড (HCl) এর দ্রবণ। এই অ্যাসিড পরিষ্কার, স্বচ্ছ, অত্যন্ত তীব্র কটুগন্ধ সম্পন্ন। এটি অত্যন্ত ক্ষয়কারী, শক্তিশালী খনিজ অ্যাসিড যার অনেক শিল্প ব্যবহার রয়েছে ।