সেক্স করার জন্য সবচেয়ে নিরাপদ এবং উপযুক্ত সময় হচ্ছে রাতের বেলা। তবে দিনেও সেটা হতে পারে যদি বাসায় আর কেউ না থাকে। তবে ভরা পেটে বা কোন কিছু খাবার পরপরই সেক্স করা উচিৎ নয় ৷ তাই সবচেয়ে উত্তম সময় হলো শেষ রাতে বা ভোরবেলা ৷ এসময় শরীরে ক্লান্তি থাকেনা এবং মনও ভালো থাকে ৷