100 টাকার নোট থেকে শুরু করে যত নোটই আছে তাতে যদি বেগুনি আলো ফেলা যায় তবে হলদে রঙের আঁকা বাকা রেখাংশ দেখতে পাওয়া যায়।যদি দেখতে পাওয়া যায় তবে তা আসল টাকা ।নকল টাকায় এগুলো থাকে না।এই বিশেষ রেখা দামি বলে নকল টাকায় দেওয়া থাকে না।তাছাড়া নকল টাকার কাগজের জন্য ওই রেখা ভালো ভাবে দেখা যায় না।এভাবেই বেগুনি আলোর মাধ্যমে নকল টাকা শনাক্ত করতে পারবেন।(বিদ্র: 100 টাকার নিচের নোটে প্রযোজ্য নয়)