সাইটে যদি কেউ ভালো কার্যক্রম করে এবং পাশাপাশি নিয়মিত অ্যাক্টিভ থেকে প্রশ্ন-উত্তর করে,তাহলে আমরা তাকে *বিশেষ পদ* প্রদান করি।তার প্রতি বিশ্বাস রেখে ও তার উৎসাহ বৃদ্ধি করার জন্যই আমরা *বিশেষ পদ* দিয়ে থাকি।
সুতরাং আপনারা যারা নতুন বা অলেরেডি বিশেষ পদ অর্জন করে আছেন,তারা যদি এভাবেই প্রশ্ন ও উত্তর করে সাইট টাকে এগিয়ে নিয়ে যান,তাহলে আপনাদের আরও উচ্চ পদ প্রদান করা হবে।
একটি অনুরোধ,আপনাদের পরিচিত বন্ধু-বান্ধব,আত্মীয়-স্বজন,প্রতীবেশি ইত্যাদি যারা আছেন,তাদেরকে প্লিজ সাইট টির কথা জানান এবং সাইটে নিবন্ধন করান।
আমাদের সাইট প্রশ্ন ও উত্তরের দিক দিয়ে বেশ কয়েকটি সাইটের থেকে অনেক এগিয়ে।