ভিটামিন-সি এর অভাবে মাড়ি থেকে পুঁজ ও রক্ত পড়ে।এজন্য আপনাকে ভিটামিন-সি যুক্ত খাবার খেতে হবে।যেমন আমলকী, লেবু, কমলালেবু ইত্যাদি।
আপনার করনীয় হলো
রোজ রাতে খাবার পর দাঁত মাজতে হবে৷
খাওয়ার পরপরই দাঁত পরিষ্কার করতে হবে৷
ভিটামিন সি যুক্ত খাবার খেতে হবে, যেমন-আমলকি, কমলা লেবু, পাতি লেবু, পেয়ারা, টমেটো ইত্যাদি৷
দাঁতের ফাঁক থেকে খাবারের কণা বের করে ফেলতে হবে৷