আণবিক ভর বলতে ঐ অণুতে বিদ্যমান পরমাণুগুলোর মোট আপেক্ষিক পারমাণবিক ভরকে বুঝায়। এখানে N এর আপেক্ষিক পারমাণবিক ভর = ১৪ গ্রাম H এর আপেক্ষিক পারমাণবিক ভর = ০১ গ্রাম NH3 তে ১টি N ও ৩টি H আছে। তাই NH3 এর ভর হবে= 14+1*3 = 17।