পরমাণু গঠিত হয় স্থায়ী, অস্থায়ী ও কম্পোজিট কণিকার মাধ্যমে। এই কণিকা গুলোর একেকটির একেকটা নাম রয়েছে। যেমনঃ- ইলেক্ট্রন, প্রোটন নিউট্রন এগুলো হলো স্থায়ী মূল কণিকা। আর "মেসন" হচ্ছে পরমাণুর একটি অস্থায়ী মূল কণিকা।