রসায়নে নৈব্যাত্তিক সহজ হবে তখনই যখন আপনি ভিবিন্ন লেখকের বই পড়বেন।শুধু রসায়ন কেন, সাইন্সের সব বিষয়ই বিভিন্ন লেখকের বই পড়তে হবে। মনে করতে পারেন যে এতো বই পরে মনে রাখা তো আরো জটিল।কিন্তু এভাবে পড়লে পারে দেখা যাবে যে আপনি অনেক কিছুই মনে রাখতে পারবেন।কেননা বইগুলার বেশিরভাগ বিষয়ই একই থাকে। আর একই হলেও কিছু বিভিন্নতা থাকে, যেটাই হবে আপনার পয়েন্ট। এ+ পেতে হলে এভাবে পড়ার বিকল্প নেই। তাছাড়া অবশ্যই ক্লাশের লেকচার ভালোভাবে শুনবেন আর কিছু কিছু নোট করে নিবেন।আশা করি নৈব্যাত্তিক সহজ হয়ে যাবে।