স্ট্যাটিক ওয়েবসাইটঃ
যে ওয়েব সাইটে ডেটার মান ওয়েবপেজে লোডিং বা চালু করার পর পরিবর্তন করা যায় না তাকে স্ট্যাটিক ওয়েব সাইট বলে।
স্ট্যাটিক ওয়েবসাইটের বৈশিষ্ট্যঃ
# খরচ কম
# খুব দ্রুত লোড হয়
# তুলনামূলক ভাবে কম নিরাপদ
# ব্যবহারকারী তথ্য প্রদান বা আপডেট করতে পারে না
# শুধু HTML এবং CSS ব্যবহার করে এটি উন্নয়ন করা যায়
# কোন রকম ডেটার সাথে সংযুক্ত থাকে না
ডাইনামিক ওয়েবসাইটঃ
যে সকল ওয়েবসাইটে ডেটার মান ওয়েবপেইজ লোডিং বা চালু করার পর পরিবর্তন করা যায় তাকে ডাইনামিক ওয়েবসাইট বলে।
ডাইনামিক ওয়েবসাইটের বৈশিষ্ট্যঃ
# ব্যবহারকারী তথ্য প্রদান বা আপডেট করতে পারে।
# ব্যবহারীর কাছ থেকে তথ্য ইনপুট নেওয়ার ব্যবস্থা আছে।
# খরচ বেশি
# তুলনামূলক ভাবে বেশি নিরাপদ
# আকর্ষণীয় ও ইন্টারেক্টিভ লে-আউট তৈরি করা যায়।